আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব উদ্বোধন

আমার দেশ অনলাইন

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব উদ্বোধন

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবঃ) ও বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) শিক্ষা কোর্সের সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ল্যাবটি উদ্বোধন করেন আইপিএইচের পরিচালক ডা. মোমিনুর রহমান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে অত্র ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে ডা. মো. মোমিনুর রহমান, পরিচালক, জনস্বাস্থ্য ইনস্টিটিউট আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কম্পিউটার ল্যাব. ব্যবহার করে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে কর্মজীবনে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠান শেষে ডা. মো. মোমিনুর রহমান ফিতা কেটে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা. মো. দুলাল হোসেন, উপপরিচালক (ওআরএস), ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপপরিচালক (বিপিএল), ডা. নুরুল আমিন, হেড (এমবিএল), ডা. মোহাম্মদ আহসান উদ্দিন, কোর্স কো-অর্ডিনেটর, একাডেমিক উইং।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডা. রাহাত নাজমা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন