সময় বাড়লো ইসলামী বইমেলার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২১: ৫৮
ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বায়তুল মোকাররম দক্ষিণ ও পূর্ব চত্বরে চলমান মাসব্যাপী ইসলামী বইমেলার সময়সীমা বাড়ানো হয়েছে।

শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বায়তুল মোকাররম ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটি এবং বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতির আবেদনের প্রেক্ষিতে বইমেলার সময় আগামী ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বইমেলা চলাকালীন ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে প্রচার-প্রচারণা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সচিব ও ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেলার সময় বৃদ্ধি করা হয়।

ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য ও রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পবিত্র পরিবেশ বজায় রেখে বই বিক্রি ও সাংস্কৃতিক কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। এই বর্ধিত সময় পাঠক, লেখক ও প্রকাশকদের জন্য অত্যন্ত সুফলবহ হবে বলে আমরা আশাবাদী।

পাঠকরা আরও সময় নিয়ে বিভিন্ন ইসলামী গ্রন্থের সঙ্গে পরিচিত হতে পারবেন, লেখকরা তাদের রচনাগুলো পাঠকের সামনে উপস্থাপন করতে পারবেন, আর প্রকাশকরা তাদের বইগুলোকে পাঠকদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন। এতে বইমেলার পরিবেশ আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খল থাকবে।

উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এ বইমেলায় ১৯৯টি স্টল রয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামী পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের ব্যবস্থা রাখা হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার কথা রয়েছে। ইসলামী বইমেলায় দেশের শীর্ষস্থানীয় ইসলামী প্রকাশনাগুলো অংশ নিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত