আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রমনায় ১৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রমনায় ১৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পুলিশি হেফাজতে আসামি। ছবি : সংগৃহীত

রাজধানীর রমনায় ১৮টি মামলার পরোয়ানাভুক্ত আসামি এস এম শফিকুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গতকাল বুধবার দুপুরে রমনা থানাধীন শিক্ষা ভবনের ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় ১৮টি পরোয়ানা মুলতবি আছে। এর মধ্যে ১৩টি সিআর সাজা পরোয়ানা এবং পাঁচটি সিআর পরোয়ানা।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন