আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপিএলে খেলছেন না কুশল মেন্ডিস

স্পোর্টস ডেস্ক

বিপিএলে খেলছেন না কুশল মেন্ডিস

আজ বাদে কাল পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। এমন সময়ে এসে খারাপ খবর পেয়েছে টুর্নামেন্টের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। দেশের সবচেয়ে মর্যাদাকর এ টি-টোয়েন্টি আসরে খেলতে পারবেন না কুশল মেন্ডিস।

বিজ্ঞাপন

স্বাস্থ্যগত জটিলতার কারণে পুরো আসরেই ছিটকে গেছেন শ্রীলঙ্কান এ তারকা ক্রিকেটার। একই কারণে কুশল মেন্ডিস দর্শক বনে গেছেন চলতি আইএল টি-টোয়েন্টিতেও। মূত্রথলিতে পাথর ধরা পড়েছিল। যে কারণে গত সপ্তাহে দুবাইয়ে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করান লঙ্কান এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

কুশলের অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। মাঠের ক্রিকেটে কবে নাগাদ ফিরতে পারবেন কুশল, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন