আজ বাদে কাল পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। এমন সময়ে এসে খারাপ খবর পেয়েছে টুর্নামেন্টের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। দেশের সবচেয়ে মর্যাদাকর এ টি-টোয়েন্টি আসরে খেলতে পারবেন না কুশল মেন্ডিস।
স্বাস্থ্যগত জটিলতার কারণে পুরো আসরেই ছিটকে গেছেন শ্রীলঙ্কান এ তারকা ক্রিকেটার। একই কারণে কুশল মেন্ডিস দর্শক বনে গেছেন চলতি আইএল টি-টোয়েন্টিতেও। মূত্রথলিতে পাথর ধরা পড়েছিল। যে কারণে গত সপ্তাহে দুবাইয়ে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করান লঙ্কান এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
কুশলের অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। মাঠের ক্রিকেটে কবে নাগাদ ফিরতে পারবেন কুশল, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

