কমলাপুরে বিআরটিসি বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৯: ২৭
আপডেট : ২৬ মে ২০২৫, ১৯: ৩১

রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর মোড়ে রাস্তায় বিআরটিসি বাসের ধাক্কায় প্রথম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থী মারা গেছেন। সোমবার মতিঝিলের কমলাপুর মোড় ব্রিজের নিচে দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রশনি পাল (৭)। তিনি মতিঝিল মডেল স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল ১০ টার দিকে মতিঝিল কমলাপুর মোড় ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদি রেখা বিশ্বাস জানান, নাতনি রশনি পাল মতিঝিল মডেল স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। সকালে স্কুল শেষে তাকে নিয়ে বাসায় ফেরার পথে কমলাপুর মোড়ের ওভার ব্রিজের নিচে দিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় বিআরটিসি বাস ধাক্কা দিলে রশনি পাল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি আটক করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার পাটগাও গ্রামের পলাশ পালের মেয়ে রশনি পাল রাজধানীর মুগদা মান্ডা এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া থাকতেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত