আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
রাজধানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা বকেয়া বেতনের দাবিতে তারা সড়ক অবরোধ করেন। বনানী থানার ওসি মেহেদী হাসান এতথ্য নিশ্চিত করেছেন। সড়ক অবরোধের ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।


গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়েছে, বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এরিয়ার মাসুদ অ্যাপারেলসের গার্মেন্টস কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে মহাখালী-উত্তরামুখী রুটে সড়কে অবস্থান করে আউট গোয়িংয়ে যানবাহন চলাচল বন্ধ করেছেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন