জনপ্রশাসন উপদেষ্টা কমিটি বিলুপ্তের দাবি অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরামের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২০: ০৩

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বিলুপ্ত করে সচিব পদে সৎ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরাম। সম্প্রতি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন কেন্দ্র করে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে এ দাবি জানানো হয়েছে।

শনিবার অবসরপ্রাপ্ত সচিব ফোরামের সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম এবং মহাসচিব ড. মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিবৃবিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে আসা খবরে জনপ্রশাসনে পদায়ন ও পদোন্নতিতে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটির জুলাই বিপ্লব আকাঙ্ক্ষাবিরোধী এবং পক্ষপাতমূলক পদক্ষেপের বিষয়ে যে তথ্য আসছে, এতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। উপদেষ্টা কমিটি বিগত ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীদের সুপরিকল্পিতভাবে সুরক্ষা দিচ্ছে এবং বঞ্চিত কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করছে না।

বিজ্ঞাপন

এ প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, উপদেষ্টা কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদেরকে সুপরিকল্পিতভাবে সুরক্ষা দিচ্ছে এবং বঞ্চিত কর্মকর্তাদেরকে যথাযথ মূল্যায়ন করছে না। এছাড়াও, জনপ্রশাসনের বিভিন্ন সংকট নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত হতাশাজনক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। হাজার হাজার মানুষের শাহাদাত এবং পঙ্গুত্ব বরণের মাধ্যমে জুলাই বিপ্লব সংগঠিত হলেও উপদেষ্টা পরিষদের একটি অংশ হীন ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থে এ বিপ্লবের আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারই অংশ হিসাবে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বিগত ফ্যাসিস্ট সরকারের তাঁবেদার কর্মকর্তাদেরকে সুরক্ষাসহ সচিব পদে পদোন্নতি ও পদায়ন করছে।

সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট সরকারের গুণগ্রাহী এবং পদলেহী কর্মকর্তারা সচিব হিসাবে এখনো কর্মরত আছে। জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি এসব কর্মকর্তাদেরকে ন্যূনতম রদবদল পর্যন্ত করেনি। সাতক্ষীরায় জেলা প্রশাসক থাকাকালে জঙ্গিবাদ দমনের নামে অনেক মানুষ হত্যাকারী এবং শেয়ার বাজার লুণ্ঠনকারী বিগত সরকারের একজন উপদেষ্টা কর্তৃক নিয়োগপ্রাপ্তদেরও সচিব হিসাবে সংশ্লিষ্ট উপদেষ্টাগণ সুরক্ষা দিচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে , ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিগৃহীত অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা পদোন্নতি ছাড়া অবসরে যাচ্ছেন এবং অনেকে শীঘ্রই অবসরে যাবেন। আমরা অবগত আছি যে, প্রশাসনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কতিপয় শীর্ষ কর্মকর্তা তাদের চুক্তি রক্ষার জন্য স্বার্থবাদী এবং উচ্চাভিলাষী উপদেষ্টাদের অন্যায় ও বিদ্বেষমূলক পদক্ষেপে সহায়তা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা এটাও শুনতে পাই যে উচ্চ পর্যায়ের অনেকে পদে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হচ্ছে। এগুলো অত্যন্ত হতাশাজনক, বিপজ্জনক এবং জুলাই বিপ্লবের আকাঙ্খা বিরোধী ঘটনা। এসব স্বার্থবাদী ঘটনার কারণে জনপ্রশাসনের নৈতিকতা, মর্যাদা ও মান দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যে, শিক্ষা সচিব পদে বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একজন কর্মকর্তাকে পদায়নের জন্য একজন উপদেষ্টা ও একজন উচ্চ পর্যায়ের চুক্তিভিত্তিক কর্মকর্তা প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এ ধরনের নিয়োগ না দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত