সাধারণ বীমা কর্পোরেশনে ERP & Core Insurance System এর মডিউল শুভ উদ্বোধন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২১: ২৯

বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি) এর আওতায় সাধারণ বীমা কর্পোরেশনের প্যাকেজ ভিত্তিক অটোমেশন কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার বাস্তবায়নাধীন G-4 Package (ERP) এর ৪টি মডিউল এবং G-10 Package (Core Insurance System) এর ২টি মডিউলের Go-Live কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ হারুন-অর-রশিদ (অতিরিক্ত সচিব) Go-Live কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এছাড়া অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশনের সকল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উক্ত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্পোরেশনের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো জোরালো হবে।

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত