স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আবদুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক খালাসের এ রায় দেন।
ব্যবসায়ী বাদলের আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন রায় ঘোষণার পর বলেন, ২০১৭ সালে দুদক তার মক্কেলকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল। সে সময় লুৎফর রহমান বিদেশে থাকায় তার স্ত্রী সোমা আলম রহমান আদালতে সম্পদের বিবরণী দাখিল করেন। এনিয়ে ২০১৭ সালের ২৮ মে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শেখ আবদুস সালাম মামলাটি দায়ের করেন। তবে আজ আদালত তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ মে শেয়ারবাজার কারসাজির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জন সংক্রান্ত অভিযোগের আসামির বিরুদ্ধে অনুসন্ধানদের নির্দেশ দেন। প্রাথমিক অনুসন্ধান শেষে ৩০ জুন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় ৭ কার্যদিবসের মধ্যে সম্পদবিবরণী দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে লুৎফর রহমান বাদলের পক্ষে তার স্ত্রী সোমা আলম রহমান সম্পদবিবরণী দাখিল করেন। তবে সেই সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দাখিল করা হয়েছে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক লুৎফর রহমান বাদল ২০১৬ সালের ৮ আগস্টের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন ও ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি রজু করা হয়।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৯ এপ্রিল লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে চার্জশিট দাখি করেন সংস্থাটির উপপরিচালক মো. মোশারফ হোসেন মৃধা।
২০২১ সালের ৭ জানুয়ারি বাবরের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আবদুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক খালাসের এ রায় দেন।
ব্যবসায়ী বাদলের আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন রায় ঘোষণার পর বলেন, ২০১৭ সালে দুদক তার মক্কেলকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল। সে সময় লুৎফর রহমান বিদেশে থাকায় তার স্ত্রী সোমা আলম রহমান আদালতে সম্পদের বিবরণী দাখিল করেন। এনিয়ে ২০১৭ সালের ২৮ মে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শেখ আবদুস সালাম মামলাটি দায়ের করেন। তবে আজ আদালত তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ মে শেয়ারবাজার কারসাজির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জন সংক্রান্ত অভিযোগের আসামির বিরুদ্ধে অনুসন্ধানদের নির্দেশ দেন। প্রাথমিক অনুসন্ধান শেষে ৩০ জুন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় ৭ কার্যদিবসের মধ্যে সম্পদবিবরণী দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে লুৎফর রহমান বাদলের পক্ষে তার স্ত্রী সোমা আলম রহমান সম্পদবিবরণী দাখিল করেন। তবে সেই সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দাখিল করা হয়েছে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক লুৎফর রহমান বাদল ২০১৬ সালের ৮ আগস্টের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন ও ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি রজু করা হয়।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৯ এপ্রিল লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে চার্জশিট দাখি করেন সংস্থাটির উপপরিচালক মো. মোশারফ হোসেন মৃধা।
২০২১ সালের ৭ জানুয়ারি বাবরের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী গুমের দুই মামলায় দেশের ইতিহাসে এই প্রথম সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। বুধবার সকালে তাদের ট্রাইব্যুনাল-১-এ হাজির করার কথা রয়েছে।
৫ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রধান আসামি মাহির রহমান ও প্রেমিকা শবনম বর্ষাসহ তিন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
৭ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ তিনজনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়েছে। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন এ আবেদন করেন।
১০ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে