দুর্নীতি মামলায় খালাস পেলেন লুৎফর রহমান বাদল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২৩: ৩৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আবদুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক খালাসের এ রায় দেন।

বিজ্ঞাপন

ব্যবসায়ী বাদলের আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন রায় ঘোষণার পর বলেন, ২০১৭ সালে দুদক তার মক্কেলকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল। সে সময় লুৎফর রহমান বিদেশে থাকায় তার স্ত্রী সোমা আলম রহমান আদালতে সম্পদের বিবরণী দাখিল করেন। এনিয়ে ২০১৭ সালের ২৮ মে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শেখ আবদুস সালাম মামলাটি দায়ের করেন। তবে আজ আদালত তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ মে শেয়ারবাজার কারসাজির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জন সংক্রান্ত অভিযোগের আসামির বিরুদ্ধে অনুসন্ধানদের নির্দেশ দেন। প্রাথমিক অনুসন্ধান শেষে ৩০ জুন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় ৭ কার্যদিবসের মধ্যে সম্পদবিবরণী দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে লুৎফর রহমান বাদলের পক্ষে তার স্ত্রী সোমা আলম রহমান সম্পদবিবরণী দাখিল করেন। তবে সেই সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দাখিল করা হয়েছে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক লুৎফর রহমান বাদল ২০১৬ সালের ৮ আগস্টের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন ও ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি রজু করা হয়।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৯ এপ্রিল লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে চার্জশিট দাখি করেন সংস্থাটির উপপরিচালক মো. মোশারফ হোসেন মৃধা।

২০২১ সালের ৭ জানুয়ারি বাবরের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত