কিডনি রোগীদের জন্য বাজারে এলো অর্ধেক দামের ওষুধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২৩: ৪২

কিডনি রোগের চিকিৎসায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ ফিনেরেনন, যার বাজারে মূল্য ১০ মিলিগ্রামের ট্যাবলেট ৮০ টাকা এবং ২০ মিলিগ্রামের ট্যাবলেট ১৫০ টাকা। ওষুধটি অনেক বেশি দামি হওয়ায় সাধারণ রোগীরা প্রায়ই চিকিৎসকের ব্যবস্থাপত্রে দেওয়ার পরও খেতে পারেন না। এমতাবস্থায় অর্ধেক দামে একই মানের ওষুধ বাজারে এনেছে ডেল্টা ফার্মা।

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি বলছে, রোগীদের কথা চিন্তা করে ডেলটা ফার্মা ওষুধটি বাজারে এনেছে। যার ১০ মিলিগ্রামের ট্যাবলেটের (Finmax 10) প্রতি ট্যাবলেটের দাম ৩০ টাকা এবং ২০ মিলিগ্রামের ট্যাবলেট (Finmax 20) পাওয়া যাবে ৫০ টাকায়। যা বাজারে প্রচলিত অন্যান্য ওষুধের দামের চেয়ে অর্ধেকেরও কম।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের (নিকডু) অডিটরিয়ামে রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডেল্টা ফার্মার ফিনেরেনন’র (ট্রেড নাম ফিনফিক্স) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কিডনি চিকিৎসার পথিকৃত অধ্যাপক ডা. মো. হারুন অর রশীদ।

এ ছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. সৈয়দ আলফেসানি, অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মহিবুর রহমান, অধ্যাপক ডা. ইরমান বিন ইউসুফ, অধ্যাপক ডা. দিলীপ কুমার রায়, অধ্যাপক ডা. আয়ুব আলী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে রেনাল চিকিৎসকেরা জানান, কেনার সামর্থ্য থাকে না বলে অনেক কিডনি রোগী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ফিনেরেনন ওষুধ কিনতে পারে না। রোগীর এই অবস্থায় রেনাল চিকিৎসকরা চাচ্ছিলেন এখনকার চেয়ে আরও সাশ্রয়ী দামে ওষুধ কোনো ওষুধ কোম্পানি উৎপাদন করে রোগীদের দিতে পারে কিনা। তাহলে জীবনরক্ষাকারী ওষুধটি দরিদ্র কিডনি রোগীরাও কিনতে পারবেন। এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন ডেল্টা ফার্মা কর্তৃপক্ষ। কোম্পানিটি রোগীদের কথা বিবেচনা করে বাজারে প্রচলিত অন্যান্য ওষুধের দামের চেয়ে কম দামে ওষুধটি বাজারে নিয়ে এসেছে।

রেনাল চিকিৎসকরা বলেন, যদিও দরিদ্র কিডনি রোগীরা চিকিৎসায় টাকা ব্যয় করতে করতে আরও দরিদ্র হয়ে যাচ্ছে। তাদেরকে এখন বিনামূল্যে ওষুধ দেওয়া উচিত। তবে ফেনেরনেনের দাম কমে যাওয়ায় তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত