পাঠাও চালককে মারধর, দেড় লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৬: ২৪
রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় মো. পলাশ শেখ (৩৮) পাঠাও চালক কে মারধর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটায় এ ঘটনাটি ঘটে। আহত চালক ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহতের ছোট ভাই মো. তৈয়ব শেখ জানিয়েছেন, তার ভাই পলাশ শেখ পেশায় পাঠাও চালক।

বিজ্ঞাপন

গতকাল সে বাসা থেকে দেড় লাখ টাকা নিয়ে গিয়েছিল, সেকেন্ড হ্যান্ড একটি ডিসকভার মোটরসাইকেল কিনতে।

তিনি বলেন, সে শ্যামলী শিশু মেলার সড়ক দিয়ে যাওয়ার সময়ে একটি পিক-আপ ভ্যানে করে তার মোটরসাইকেল কে গতিরোধ পথরোধ করে, তাকে মারধর করে টাকা গুলো ও মোবাইল ফোন টি নিয়ে যায়।

পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, সে প্রাথমিক চিকিৎসা শেষে তার কামরাঙ্গীচরে বাসায় চলে গেছেন।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার

চাপড়া গ্রামের হাফেজ শেখ এর ছেলে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত