আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় মার্চ ফর গাজা, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
ঢাকায় মার্চ ফর গাজা, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ফিলিস্তিনের গাজা দখলে ইসরাইলি ঘোষণা, গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ভ্রাতৃপ্রতীম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। শীর্ষ ওলামায়ে কেরামের আহ্বানে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জমায়েত শেষে ফিলিস্তিনিদের পক্ষে এই মিছিল বের হয়।

বিজ্ঞাপন

মার্চ ফর গাজা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদের খতিব আওলাদে রাসূল আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবের আল মাদানী বলেন, মুসলমানদের রক্তের ওপর যারা হোলি খেলে তাদের বিরুদ্ধে এবং তাদের সমর্থনকারী দেশের বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের পণ্য বর্জন এবং সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলে তারা এভাবে মুসলিম নির্যাতনের সাহস পাবে না।

তিনি বলেন, যেকোনভাবে ইসরাইলি দখলদারদের হাত থেকে গাজা এবং বায়তুল মোকাদ্দাসকে উদ্ধার করতে হবে। এজন্য লাখ লাখ মুসলমানের জীবন গেলেও যাবে।

এ সময় আরো বক্তব্য দেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানারাত ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. আব্দুর রব, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী সহ বিভিন্ন দলের নেতা ও শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে বিশাল একটি মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গাজাবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবের আল মাদানী ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন