আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতিরঝিলের ময়লা-আবর্জনা অপসারণের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার

হাতিরঝিলের ময়লা-আবর্জনা অপসারণের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।

বিজ্ঞাপন

শনিবার সকালে তিনি হাতিরঝিল এলাকায় যান। এসময় তিনি সেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেন।

rajuk-1

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু হাতিরঝিল এলাকাভুক্ত লেক, পার্ক এবং রেস্টুরেন্ট সমূহের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। একপর্যায়ে অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন বন্ধ ও ছড়িয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের তিনি কঠোর নির্দেশ দেন।

রাজউক চেয়ারম্যান বলেন, যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকলে মশা-মাছি বাসা বেঁধে বংশ বিস্তার করে। একইসঙ্গে জীবাণু ছড়ায়। এসব রোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। একটি বাসযোগ্য ঢাকা গড়তে হলে সকলের সচেতনতা প্রয়োজন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...