রেলরুটে যাত্রী পরিবহনে বিআরটিসি বাস চালু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১২: ২১
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২: ২৭
ছবি: আমার দেশ

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেলরুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। রেলের কেনা টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো একটি জরুরি বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

BRTC BUS-Komolapur 2

বার্তায় আরও বলা হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এ সকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে উল্লেখ করা হয়েছে বার্তায়।

রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের মুখে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ১০ ঘণ্টা পর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের মুখোমুখি হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার সকাল ১০টায় তার সঙ্গে উপস্থিত রয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

এ সময় রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের দাবির অনেক অংশ ইতোমধ্যে পূরণ করা হয়েছে জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত আছি। আমরা চাই, এর সমাধান দ্রুত হোক। কারণ সামনে ইজতেমা আছে।

তিনি আরও বলেন, স্টাফদের দাবি নিয়ে আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবারও আলোচনা করব এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি দাওয়া নিয়ে আলোচনা করব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত