জুরাইনে টাকা চাওয়ায় ছুরিকাঘাতে পাওনাদারকে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২১: ৫৪

রাজধানীর শ্যামপুর জুরাইনে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে পাওনাদার মো. সজীব হোসেন (৩৫) নামের এক গাড়ির ইঞ্জিন মিস্ত্রি খুন হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্যামপুর থানার জুরাইন তুলার বাগিচা বাজার কাজলেরর পলিথিনের দোকানে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ জুয়েল বলেন, সজিবের কাছ থেকে আড়াই মাস পূর্বে

মো. শাহীন (২৮) নামের এক পুলিশের সোর্স ৬ হাজার টাকা ধার নিয়েছিল। সেই টাকাটা চলতি মাসের ৩ তারিখে দেওয়ার কথা ছিল।

সে টাকাটা না দেওয়া আজ (সোমবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্যামপুর জুরাইন তুলা বাগিচায় এলাকায় শাহিনের বাসায় টাকা চেতে যান সজিব। সেখানে শাহিনের বাসায় সজীবের সঙ্গে তর্কবিতর্ক হয়। শাহিন বলে নিচে কাজলের পলিথিনের দোকানে গিয়ে বসো আমি আসছি। সজীব গিয়ে কাজলের দোকানে বসা মাত্রই দোকানদার কাজল চায়ের অর্ডার দেয়।

এর মধ্যে শাহীন ওই দোকানে এসে সজীবের সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে পেটের বাম পাশে ছুরিকাঘাতে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সজীব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিক্রমপুর গ্রামের মো. ইয়াদ আলীর ছেলে। জুরাইন পোস্তগোলা কুলির বাগিচায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত