রাজধানীর ব্যস্ত সড়কের গর্তে মাইক্রোবাস, চরম ভোগান্তি
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১: ১৮

রাজধানীর গুলিস্তান—ঢাকার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকার একটি। অথচ এই গুরুত্বপূর্ণ এলাকায় পানি ফোয়ারার মোড়ের সড়কের অবস্থা বেহাল। সড়কের মাঝখানে তৈরি হয়েছে বড় গর্ত, চারপাশ ভরা খানাখন্দে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

শনিবার দুপুর ২টার দিকে একটি মাইক্রোবাস ওই গর্তে আটকে পড়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। এতে গুলিস্তান থেকে বায়তুল মোকাররমমুখী যানবাহনগুলো দীর্ঘ যানজটে আটকে যায়। পরে সাধারণ মানুষের সহায়তায় মাইক্রোবাসটি গর্ত থেকে তোলা হয়।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com