আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক

স্টাফ রিপোর্টার

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্থায়ী সদস্য মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম গত রোববার ভোর ৫.১৫ মিনিটে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য আত্মীয় স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বেলা সোয়া ৩টায় রাজধানীর জুরাইন পুরানো ভিআইপি কবরস্থানে তাঁকে দাফন হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...