আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুলশান-বনানীতে সীসা বারে অভিযান, গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার
গুলশান-বনানীতে সীসা বারে অভিযান, গ্রেপ্তার ৬

রাজধানীর গুলশান ও বনানী এলাকার ৫টি অবৈধ সিসা বারে অভিযান চালিয়ে অবৈধ সিসা ও সরঞ্জামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আরো দুইজন পালিয়ে গেছেন। গ্রেপ্তাররা হলেন-মো. মাসুম বিল্লা (২৮), মো. রাব্বি (২২), মো. জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মো. নাছির উদ্দিন (৪৭) ও নয়ন হোসেন (২০)। পালিয়ে যাওয়া দুইজন হলেন- আবু সাইদ (৬২) ও ইবনুল হাসান (৬২)।

বিজ্ঞাপন

রোববার ডিএনসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১১ অক্টোবর) গুলশানের মনটানা লাউঞ্জ এবং বনানীর দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, এক্সটিক ও ইউনিক রিজেন্সী হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মনটানা লাউঞ্জ থেকে ৩ কেজি অবৈধ শিসা, ৫টি সিসা সেবনের হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার ও সিসা বিক্রির ১২ হাজার ৮৭০ টাকাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবু সাইদ ও ইবনুল হাসান মনটানা সিসা লাউঞ্জের মালিক। নিজেদের দখল করা অবৈধ সিসাবারে আসাদের মাঝে তারা নিকোটিন যুক্ত সিসা, বিদেশি মদ, বিয়ার বিক্রি ও সরবরাহ করত। তারাসহ গ্রেপ্তার অন্যান্য আসামি ও পলাতকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন