বিদ্যমান কাঠামো রক্ষায় সরকারি ৭ কলেজের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৩৮

রাজধানীর সাত কলেজের বিদ্যমান কাঠামো রক্ষা করে যথাযথ সমীক্ষা ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার দাবিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটি।

পৃথকভাবে স্ব স্ব ক্যাম্পাসে এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণের কথা রয়েছে।

বিজ্ঞাপন

সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফিল আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়—রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নারী উচ্চশিক্ষা মারাত্মকভাবে সংকুচিত হবে। বিশেষত ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজে অধ্যয়নরত প্রায় চল্লিশ হাজার নারী শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।

একই সঙ্গে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষা ব্যবস্থাও গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে। সম্পদ বণ্টন ও এর মালিকানা কলেজের হবে নাকি বিশ্ববিদ্যালয়ের, এ প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হবে। পাশাপাশি টাইম শেয়ারিং, ক্যাম্পাস শেয়ারিং, পরিবহন, আবাসিক হল ও ল্যাব ব্যবহারে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। এর ফলে দীর্ঘদিন ধরে এ কলেজগুলো যে সাফল্য ও সুনাম ধরে রেখেছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া সাত কলেজ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, রাষ্ট্রীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহাসিক শিক্ষাগত ঐতিহ্যের ধারক। হঠাৎ নাম পরিবর্তন বা কাঠামো বদলে দেওয়া হলে এ স্বতন্ত্র ইতিহাস ও ঐতিহ্য ক্ষুণ্ন হবে, যা সংবিধান ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণ নীতির পরিপন্থি। তাই আমরা মনে করি, বিদ্যমান কাঠামো রক্ষা করে যথাযথ সমীক্ষা ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থী-বান্ধব এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা অতীব জরুরি।

এই প্রেক্ষিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় সরকারি সাত কলেজের স্ব-স্ব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত