কেরানীগঞ্জে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১৪: ৫১

কেরানীগঞ্জ মডেল থানাধীন ব্রাহ্মণকিত্তা এলাকায় পর্নোগ্রাফি মামলায় কুরবান আলী (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার এটিইউর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কুরবান যশোরের বাঘারপাড়া থানার মামুদালীপুর এলাকার আ. রহিমের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এটিইউ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুরবান আলী খুলনার বটিয়াঘাটা থানা এলাকার এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করত। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাবও দেয় কুরবান। প্রস্তাবে সাড়া না পাওয়ায় ভুক্তভোগী শিক্ষার্থীর ছবি/ভিডিও সংগ্রহ করে তা সম্পাদনার মাধ্যমে অশ্লীল ছবি/ভিডিও তৈরি করে সে। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ভুক্তভোগী শিক্ষার্থী এটিইউর Inform ATU App এ বিষয়ে অভিযোগ করেন । এ ঘটনায় খুলনার বটিয়াঘাটা থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে এটিইউ। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত