রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এ ব্লকের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা রাশেদ উদ্দিন খালিদ বলেছেন, ব্লক-এ এর ৪র্থ তলায় ডেন্টাল অনুষদের ক্লাসরুম সংলগ্ন করিডরের সিলিং এ আগুন লেগেছিল। আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

