শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনার প্রস্তাব নাকচ করলেন শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২২: ০২
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ২২: ৪৪

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মাধ্যমে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের আলোচনার প্রস্তাব দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

শিক্ষকরা বলছেন, এর আগেও অনেক আলোচনা হয়েছে তাই আর আলোচনা নয় ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবি মেনে সরাসরি প্রজ্ঞাপন দিতে হবে।

বুধবার বিকাল ৪টার দিকে শাহবাগে ব্লকেড কর্মসূচি চলাকালে সেখানে পৌঁছে শিক্ষকদের সঙ্গে কথা বলেন জোনায়েদ সাকি। এ সময় শিক্ষকরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে প্রস্তাব নাকচ করে দেন।

এর আগে দুপুরে পুলিশের বেরিকেড ভেঙে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দাবিতে শাহবাগ মোড় ব্লকেড করেন শিক্ষকরা। এই কর্মসূচিতে শিক্ষক জোটের নেতা মতিউর রহমান স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে শিক্ষকদের ব্লকেডের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান শাহবাগ মোড়ের সড়ক বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট দেখা যায়। এ সময় তারা ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক'সহ অন্যান্য শ্লোগান দেন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত