রাজধানীতে আ.লীগের আরো ৬ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৪: ৪১

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। তারা ঢাকায় এসে মিছিল করে নাশকতার পরিকল্পনা করে আসছিলেন।

তিনি আরো জানান, সরকার পতনের জন্য তারা সংঘবদ্ধ হয়ে কাজ করছিল। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত