ট্রাফিক সার্জনকে গালিগালাজ, সাময়িক বরখাস্ত এনবিআরের নারী কর্মকর্তা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২০: ৪৫
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২৩: ২২

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাকুরি খুইয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নারী কর্মকর্তা। তিনি হলেন সহকারী কর কমিশনার ফাতেমা বেগম। তিনি কর অঞ্চল ঢাকা-২৫ এ কর্মরত ছিলেন। ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া নারী কর্মকর্তা ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসব ভাষার মধ্যে রয়েছে-ছোট লোকের বাচ্চা,ফক্কিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ১২ ধারা অনুযায়ী ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে ঘটনার বিষয়ে বলা হয়েছে, গত ১২ এপ্রিল রাত ৮ টার দিকে ঢাকা মেট্রো-গ-৩৪৫৯০৬ নম্বর প্রাইভেটকারে রাজধানীর লালবাগ থানাধীন পলাশী মোড় পলাশী-নীলক্ষেতগামী পাকা রাস্তার উপর সিয়েরা ট্যাঙ্গো-৩৫ ডিউটি করাকালীন ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গাড়ীর কাগজপত্র প্রদর্শন করতে বললে ফাতেমা বেগম তাতে অস্বীকৃতি জানান। ট্রাফিক সার্জেন্ট পুনরায় গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বললে ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট ১৩ এপ্রিল লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

অকথ্য ভাষায় গালিগালাজ করা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী ‘অসদাচারণ’ এর দায়ে ফাতেমা বেগমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত