রাজধানীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২০: ৩৬

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ রাকিব হোসেন (৩১) ও মিন্টু ব্যাপারী (৩৫)। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৯টায় সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি টিম নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাজা ও ছয় হাজার টাকা সহ তাদেরকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত