আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন উপলক্ষে ফ্যাক্টচেক বিষয়ক কর্মশালার আয়োজন পিআইবির

স্টাফ রিপোর্টার

নির্বাচন উপলক্ষে ফ্যাক্টচেক বিষয়ক কর্মশালার আয়োজন পিআইবির
ছবি: সংগৃহীত

জাতিসংঘ-সমর্থিত ব্যালট নির্বাচনি প্রকল্পের আওতায় ফ্যাক্টচেক বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ (পিআইবি)। আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পিআইবি ভবনে ‘ট্রেনিং অন ভেরিফিকেশন টুলস, এআই অ্যান্ড ইনফরমেশন ইন্টিগিরিটি ফর সিনিয়র জার্নালিস্টস’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

জাতিসংঘের সহায়তায় এবং পিআইবির তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচির মাধ্যমে সারাদেশে কমপক্ষে আড়াই হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার ঢাকা ছাড়াও দেশের আরও কয়েকটি জেলায় একই কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এদিন ঢাকার প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের নেতৃস্থানীয় গণমাধ্যমের প্রায় ৩০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় বাংলাদেশে নির্বাচনের আগে ডিপফেক, এআই-ভিত্তিক বিভ্রান্তিমূলক বিষয়বস্তু এবং বিভ্রান্তিমূলক হুমকির বিরুদ্ধে নিউজরুমে প্রস্তুতি জোরদার করার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন মিডিয়া এবং ডিসইনফরমেশন বিশেষজ্ঞ এবং কৌশলগত যোগাযোগ উপদেষ্টা আনাস বেন্ড্রিফ। অধিবেশনগুলিতে ব্যবহারিক যাচাইকরণ সরঞ্জাম, এবিসিডিই কাঠামো এবং কেস-ভিত্তিক অনুসন্ধানমূলক বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

এদিন সকালে অনুষ্ঠানটি উদ্বোধনী করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। স্বাগত বক্তব্যে তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করতে দেশ ও পাশের দেশের বিভিন্ন মহল বিভ্রান্তিমূলক ও ফেইক তথ্য ছড়াতে পারে। আমাদের মিডিয়াগুলো যাতে সেসব বিষয়ে সতর্ক থেকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে পারে, সেজন্যই এই কর্মশালার আয়োজন করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...