আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথবাহিনীর অভিযান

হাজী সেলিমের গোপন কক্ষ থেকে ৬ বিলাসবহুল গাড়ি উদ্ধার

স্টাফ রিপোর্টার

হাজী সেলিমের গোপন কক্ষ থেকে ৬ বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান শুরুর পর ওই বাসার আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে বিএমডব্লিউ গাড়িও রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, আজিমপুরে হাজী সেলিমের বাসার পার্কিংয়ে থাকা বিলাসবহুল ৬টি গাড়ি মধ্যে একটি হাজী সেলিমের, একটি মদিনা ট্রেডিং, একটি ইস্টার্ন ট্রেডিং, একটি এমটিসি সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড, একটি আরিফ মোরশেদ পাঠান এবং একটি গাড়ি জনৈক ফেরদৌস খানের নামে নিবন্ধিত।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথ বাহিনী।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে।

তবে সেখানে পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিততে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...