রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ও পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে মনোনীত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদের সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় ব্যাংকের পরিচালক সোয়ায়েব আহমেদ, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, এ এইচ এম মঈন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

