দ্রুত সংস্কার করে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস যুব পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান এনপিপির আহ্বায়ক শেখ ছালাউদ্দিন ছালু।
তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশে একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্রান্তিকাল চলছে। জনগণ অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে আছে যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস দেশের জন্য নতুন কিছু করবেন। কিন্তু জনগণ এখন পর্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করার নতুন কিছু দেখতে পাচ্ছে না। তাই আমি বলতে চাই, আপনি আপনার ক্যারিশম্যাটিক লিডারশিপ দিয়ে বৈষম্য দূর করবেন এবং মৌলিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করবেন।’
সংস্কার প্রসঙ্গে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ‘জুলাই আন্দোলনের পরে অনেকগুলো সংস্কার কমিটি হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সংবিধান সংস্কার কমিটি বা ঐক্যমত কমিশন, যার প্রধান হচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ।
অধ্যাপক আলী রীয়াজ সাহেব অনেক দলের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু ১৪ দল বাদ দিয়েও অনেক নিবন্ধিত দলের সঙ্গে আলোচনা করেননি। আমাদের প্রশ্ন, সংস্কারের জন্য আর কতদিন প্রয়োজন? এজন্য আমরা আহ্বান জানাই, দ্রুত সংস্কার করে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিন।’
সম্মেলনে ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনপিপির সদস্য সচিব আনিসুর রহমান দেওয়ান, কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

