আগারগাঁও–শাহবাগ মেট্রোরেল চলাচল ফের বন্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০০: ৩৮

রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ অংশে গতকাল বুধবার রাত সোয়া নয়টা থেকে মেট্রোরেল চলাচল আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। ফার্মগেট এলাকার পিলারের বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটার স্থানে কিছুটা কম্পন হওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিছে।তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত আছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম।

গত রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবক মারা যান। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও বেলা তিনটার দিকে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। বিয়ারিং প্যাড স্থাপন করার পর সোমবার বেলা ১১টার দিকে পুরো পথে মেট্রোরেল চালু করা হয়।

বিজ্ঞাপন

তবে পুরো পথে মেট্রোরেল চালু হলেও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলেছে মেট্রোরেল। সতর্কতার অংশ হিসেবেই দুর্ঘটনাস্থলে গতি কমিয়ে চালানো হয় বলে কর্তৃপক্ষ জানায়।

ডিএমটিসিএল সূত্র জানায়, বুধবার ফার্মগেটে দুর্ঘটনাস্থলে ট্রেন চলার সময় চালক কিছুটা কম্পন অনুভব করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপরই এই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে। তবে আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চালু কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ডিএমটিসিএল সূত্র।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত