আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পল্লবীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার

পল্লবীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলী নামে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে অস্ত্র ও গুলিসহ একজন অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলীকে আটক করা হয়। এ সংক্রান্তে আটককৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...