নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসন (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। একই ঘটনায় বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিনকেও শোকজ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ এ শোকজ নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী সোমবার বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে শাহজাহান চৌধুরীকে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দিতে হবে। সাতকানিয়া চৌকি আদালতের নাজির আকাশ নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি প্রীতিভোজে অংশ নেন শাহজাহান চৌধুরী। ওই অনুষ্ঠানে তার উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ ওঠে। প্রীতিভোজে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিন প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন,
“দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি—এটা সত্য। তবে এটি যে আচরণবিধির লঙ্ঘন, সে বিষয়টি তখন আমার মাথায় ছিল না। ভবিষ্যতে অবশ্যই সতর্ক থাকবো। নোটিশ পাওয়ার বিষয়টি জেনেছি। আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে লিখিত জবাব দেওয়া হবে।”
উল্লেখ্য, নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

