বিশ্বকাপ ট্রফির সঙ্গে আজ ঢাকায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভাও। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ ট্রফি নিয়ে বাংলাদেশে আসতে পারাটা অনেক বড় সম্মানের বলে জানালেন ৪৯ বছর বয়সি এই খেলোয়াড়।
সংবাদমাধ্যমকে গিলবার্তো বলেন, ‘বাংলাদেশে আসতে পেরে আমি অনেক আনন্দবোধ করছি। এখানে প্রথমবার এসেছি আমি। ফিফা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং কোকা-কোলার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য। এটা সত্যিই দারুণ সময়।’ বিশ্বকাপ ট্রফি সব সময় অনুপ্রেরণাদায়ক।
বর্তমানে ফিফার দূত হয়ে কাজ করা গিলবার্তো বলেন, ‘অরিজিনাল বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা অনেক অনুপ্রেরণাদায়ক এক বিষয়। আজও যখন এই ট্রফিটি এত কাছ থেকে দেখার সুযোগ পাই, যেমনটা আমরা এখন দেখছিÑতা আমাকে আবারও অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যেতে এবং ফুটবলকে যতটা সম্ভব উপভোগ করতে। সে সঙ্গে ফুটবলের মতো এই সুন্দর খেলার একজন দূত হিসেবে কাজ করতেও আমাকে এটি উৎসাহিত করে।’
তরুণ প্রজন্মের জন্য বিশ্বকাপ ট্রফি অনুপ্রেরণার হয়ে থাকবে বলে মনে করেন গিলবার্তো। তিনি বলেন, ‘ফিফা এবং আমাদের এই পুরো দলের পক্ষ থেকে এই ট্রফিটি এখানে নিয়ে আসতে পারাটা অনেক সম্মানের। আমি আশা করি, ট্রফিটি তরুণ প্রজন্মকে খেলাধুলা করতে, বিশেষ করে আমাদের প্রিয় খেলা ফুটবল খেলতে অনুপ্রাণিত করবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

