আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাস্তা ও ফুটপাতে ডিএমপির বিশেষ অভিযান: আটক ১০

বিশেষ প্রতিনিধি

রাস্তা ও ফুটপাতে ডিএমপির বিশেষ অভিযান: আটক ১০

রাজধানীর নিউমার্কেট থানাধীন কাটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউছিয়া মার্কেট বরাবর রাস্তা থেকে অবৈধ ভাসমান দোকান ও মালামাল উচ্ছেদে ডিএমপির রমনা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে।

রোববার সড়কে যানজট নিরসন ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

রমনা বিভাগ সূত্রে জানা যায়, নিউমার্কেট থানাধীন কাঁটাবন, বাটা সিগন্যাল ও এলিফ্যান্ট রোডে গাউছিয়া মার্কেট বরাবর মূল সড়কের দু’পাশে বিভিন্ন অবৈধ ভাসমান দোকানপাট গড়ে উঠেছিলো এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল রাস্তায় ও ফুটপাতে ফেলে রেখেছিলো, যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। বারবার নির্দেশনা সত্ত্বেও অবৈধ দোকানপাট ও মালামাল না সরানোয় গতকাল রোববার রমনা বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা অবৈধ মালামালগুলো জব্দ করা হয়। এ সময় মূল সড়কে অবৈধভাবে মালামাল রেখে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ১০ জনকে আটক ও ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরে আটকদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। অভিযানে মোট ২৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া যে সকল কাঠের চৌকি এবং প্লাস্টিক সামগ্রী অবৈধ দোকান ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হতো সেগুলো জব্দ করে ধ্বংসের নির্দেশ দেয়া হয়। এছাড়াও রাস্তার উপর ফেলে রাখা মালিকানাবিহীন কিছু সবজি জব্দ করা হয়। পরবর্তীতে সবজিগুলো থানা পুলিশের উদ্যোগে আজিমপুর এতিমখানায় প্রদান করা হয়।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...