আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর পৃথক তিন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শান্তিনগর, মৌচাক ও মিরপুরে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, মোট ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন আহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বিকাল ৪ টার দিকে মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০–এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

বিজ্ঞাপন

শাহ আলী থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কাউকে আটক করা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন