আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্য আহত

স্টাফ রিপোর্টার
রাজধানীতে জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্য আহত

রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরের সড়কে ওই দুইজন আহত হন। তবে তাদের কে মেরেছে তা জানা যায়নি। আহতদের নাম জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৪ নম্বর সেক্টরে কে কারা কারা জুলাই রেভেলস সংগঠনের ২ সদস্যকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাদের দুইজনকে জুলাই রেভেলসের দুই সদস্যকে ইউএসবি স্পেশালাইজড হসপিটাল (রাজউক কলেজ সংলগ্ন) ভর্তি করে।

বিজ্ঞাপন

পুলিশের উত্তরা বিভাগের ডিসি শাহরিয়ার হোসেন শনিবার রাতে আমার দেশকে জানান, ‘দুই আহতের ব্যাপারে দুই রকম বক্তব্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন