আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডিএমপি

মগবাজারে বিস্ফোরণে নিহতের ঘটনা ‘আ.লীগের পরিকল্পিত সন্ত্রাস’

আমার দেশ অনলাইন

মগবাজারে বিস্ফোরণে নিহতের ঘটনা ‘আ.লীগের পরিকল্পিত সন্ত্রাস’

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ বলে মনে করছে পুলিশ।

বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বুধবার রাত ৭টা ১০ মিনিটে মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের ছোড়া বিস্ফোরকদ্রব্যের আঘাতে সিয়াম মজুমদার নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহত সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন।

তিনি বলেন, ঘটনার সময় সিয়াম মগবাজার নিউ ইস্কাটন রোডে অবস্থিত কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওপর থেকে ছোড়া বিস্ফোরকটি তার শরীরে আঘাত হানে। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত সংগ্রহ করা হয়েছে।

তালেবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসের অংশ, যার মূল উদ্দেশ্য রাজধানীতে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে পুলিশকে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন