তিন ছিনতাইকারীকে হাতেনাতে ধরলো ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২০: ৫৪

রাজধানীর সবুজবাগ এলাকায় মানিকনগর ক্রসিংয়ে একটি রিক্সা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক মতিঝিল বিভাগ। আটককৃতরা হলো- শহিদুল ইসলাম (২০), নাহিদ (২০) ও জীবন (২১) ।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সবুজবাগ ট্রাফিক জোনের মানিকনগর ক্রসিংয়ে ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিব ও সঙ্গীয় ফোর্স।

দায়িত্ব পালনকালে সকাল ১০:১৫ টার দিকে হঠাৎ রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে তারা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে।

তাৎক্ষণিক তারা ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন। আটককৃত ছিনতাইকারীদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত