অর্থ লুটের ঘটনায় দুই বিদেশি নাগরিকসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২: ৩৬

সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে শতাধিক গ্রাহকের বিপুল অর্থ আত্মসাৎ করার দায়ে দুই নাইজেরিয়ান নাগরিকসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের মিডিয়া সেন্টার থেকেই এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

র‍্যাব জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র থেকে মধ্যম ব্যবসায়ীদের কাছ থেকে একটি চক্র কয়েক দফায় অর্থ আত্মসাৎ করছে। একই সাথে গণ্যমান্যদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চক্রটি সুকৌশলে প্রতারণার ফাঁদ তৈরি করে। বিশ্বাস অর্জন করলেই হাতিয়ে নিচ্ছে লক্ষাধিক টাকা। ধরনের প্রতারণা বর্তমানে ব্যাপক হারে বেড়েছে এবং চক্রটি তথ্য প্রযুক্তির দিক থেকে যথেষ্ট দক্ষ।

এই চক্রটি ধরতে র‍্যাব-১ এর একটি চৌকষ দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সনাক্ত করে। ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন বিদেশি সোশ্যাল মিডিয়া নম্বর অনুসন্ধান করে।

চক্রটিতে কিছু নাইজেরিয়ান নাগরিক জড়িত যারা বাংলাদেশী মেয়েদের মিডিয়া হিসেবে ব্যাবহার করে আড়ালে থেকে মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে সরাসরি ক্যাশ ইন /ক্যাশ আউট করে প্রতারণার সুনিপুণ ফাঁদ তৈরি করে। মিডিয়ায় নিয়োজিত মহিলাদের মাধ্যমে বিশ্বাস অর্জন করার সাথে সাথেই হাতিয়ে নেয় লক্ষাধিক টাকা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত