জাগো নারী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৯: ০৬

আসন্ন ঈদ-উল-আজহার সৌজন্যে জাগো নারী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে বুধবার সকালে রাজধানীর রুপনগরস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জাগো নারী ফাউন্ডেশনের পরিচালক ইলা বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব শাহনাজ পারভীন, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ শহীদুল ইসলাম, পরিচালক (অর্থ) মোঃ মতিউর রহমান হিরু, কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম, রোজিনা আক্তার, সীমা আক্তার ও শিউলি বেগম প্রমুখ।

আলোচনার পর জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নূর-উন-নাহার মেরীর রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরিশেষে সংগঠনের নেতাকর্মী ও গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, চিনি, পোলাওয়ের চাল ও গুড়া দুধ বিতরণ করা হয়।

বিষয়:

কোরবানি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত