আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশি-বিদেশি ষড়যন্ত্রে চামড়া শিল্প বিনষ্ট হয়ে গেছে: পীর সাহেব মধুপুর

স্টাফ রিপোর্টার
দেশি-বিদেশি ষড়যন্ত্রে চামড়া শিল্প বিনষ্ট হয়ে গেছে: পীর সাহেব মধুপুর

বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড-বেফাকের সহ-সভাপতি আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশের চামড়া শিল্প বিনষ্ট হয়ে গেছে। কোরবানীর লবনজাত চামড়া ন্যায্যমূল্যে বিক্রির কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করেনি। তারা আলেম উলামা ও মাদরাসাগুলোর সাথে একপ্রকার প্রতারণা করেছেন।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, চামড়া-শিল্প এ দেশের সম্ভাবনাময় প্রধান শিল্পগুলোর একটি। এটি বৈদেশিক মুদ্রা উপার্জনেরও অন্যতম প্রধান খাত। এই খাতের সাথে জড়িয়ে আছে দেশের এক বিশাল দরিদ্র জনগোষ্ঠীর আয়-উপার্জন। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে সদ্য সমাপ্ত কোরবানীর ঈদে বিপুল সংখ্যক কওমী মাদ্রাসা চামড়া লবনজাত করে।

সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করে তিনি বলেন, অবিলম্বে কমিশন গঠন করে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও এতিমখানাগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। যাদের অসতর্কতা ও ষড়যন্ত্রের কারণে চামড়া শিল্পের বিপর্যয় ঘটেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে; ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করে পদক্ষেপ গ্রহণ করতে হবে; আগামী একমাসের মধ্যে উক্ত দাবি পূরণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ক্ষতিগ্রস্তদের আর্তনাদ সরকারের কানে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মতবিনিময় সভায় কোরবানীর চামড়া লবনজাত করে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার পক্ষ থেকে সরকারের সাথে আলোচনা করার জন্য পীর সাহেব মধুপুরকে প্রধান উপদেষ্টা ও হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীকে আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট লিয়াঁজো কমিটি গঠন করা হয়।

যাদুরচর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, হেফাজতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী, হাজীপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জের মুহতামিম মুফতি আব্দুল আউয়াল, জামিয়া খাতামুন্নাবিয়্যীন সাভারের মুহতামিম মাওলানা আশিকুর রহমান কাসেমী, আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

এলাকার খবর
খুঁজুন