সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির দায়িত্বে আজাদ রহমান ও হামিদুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০: ০২

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এ ভোটাভুটি হয়। এতে সভাপতি পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাহী প্রকৌশলী একেএম হামিদুর রহমান বিজয়ী হয়েছেন।

এ ছাড়া সহসভাপতি পদে এনামুল হক ও মহিবুল হক, যুগ্ম সম্পাদক পদে জয় প্রকাশ চৌধুরী ও আশিক কাদির, কোষাধ্যক্ষ পদে মোহা. গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত সাকলায়েন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমানুয়েল ইসলাম ইমন, মিডিয়া ও প্রচারণা সম্পাদক মিজবাহ-উল-আলম, প্রকাশনা সম্পাদক আইনুন নিশাত খান, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে ১১টি সদস্য পদে খান মো. কামরুল আহসান, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ আবদুল হালিম, ড. ওয়ালিউর রহমান, মোহা. নুরুন নবী তরফদার, মো. মনিরুজ্জামান, ফারহানা হাসনা, খন্দ. গোলাম মোস্তফা, মাহবুবুর রহমান, ড. মহসিন হাওলাদার, শাহে আরেফীন জয় পেয়েছেন। এর আগে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত