আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হওয়ার ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

এদিকে ছিনতাই এর ঘটনার পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ সময় সস্ত্রীক তিনি রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়।

ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন। পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় জানালে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।

গ্রেপ্তারদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইয়ের ঘটনা শোনার দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...