রাজধানীতে গাড়িতে আগুন, দুইজনের মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২২: ১৭
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২১: ১১

রাজধানীর বনানী আমতলী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ঢামেকে মারা যাওয়া ব্যক্তির নাম কানন (৪৫) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যায় ব্যবসায়ী মোহাম্মদ রিন্টু (৪৬)।

শুক্রবার রাত আড়াইটার দিকে মহাখালী আমতলী সেতু ভবনের সামনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বনানী থানার উপ পরিদর্শক এসআই সিদ্দিক হোসেন জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে সেতু ভবনের সামনে ফ্লাইওভারের ঢালে রোড ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

পরে রিন্টু নামের ব্যক্তিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। এছাড়াও কানন নামের ব্যক্তিকে পথচারীরা শনিবার সকাল পৌনে পাঁচটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাড়িতে থাকা তিন জনের মধ্যে অপর ব্যক্তিকে পাওয়া যায়নি বলেও এসআই জানান। এসআই আরো বলেন গাড়িটি যখন রোড ডিবাইরের সাথে লেগে যায় তখন গাড়ি থেকে আরোহীদেরকে বের করা হয়। তারপর মুহূর্তে গাড়িটি আগুন লেগে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটির আগুন নেভাতে সক্ষম হয় তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় ।

সূত্র জানায়, মৃত রেন্টু হাজারীবাগের বাসিন্দা সাহিদুর রহমানের ছেলে। মৃত রিন্টু ট্যানারি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত