আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুর থানা এলাকা হতে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি- লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতর নাম- মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ১টায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্যামপুর থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় গোল চত্বর হয়ে একটি যাত্রীবাহী বাসে অস্ত্রধারী এক ব্যক্তি ঢাকা মহানগর এলাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে ডিবি পুলিশের টিমটি উক্ত স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে সংকেত দিয়ে বাসটি থামিয়ে বাসটির ভেতরে তল্লাশিকালে যাত্রী মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫) এর দেহ তল্লাশি করে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় একটি অস্ত্র আইনে ও ঢাকার সাভার থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...