আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মতিঝিল আইডিয়াল শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল বন্ধের দাবি অভিভাবকদের

স্টাফ রিপোর্টার

মতিঝিল আইডিয়াল শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল বন্ধের দাবি অভিভাবকদের
ছবি: সংগৃহীত।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মেয়াদোত্তীর্ণ এডহক কমিটির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন অভিভাবকরা। এসময় তারা ডিআইএ (ডাইরেক্টর অব অডিট অ্যান্ড একাউন্টস)' র তদন্ত রিপোর্ট নিষ্পত্তি সাপেক্ষে পরবর্তী নির্বাচিত গভর্নিং বডি না হওয়া পর্যন্ত শিক্ষক কর্মচারীদের বর্ধিত উচ্চতর স্কেলে বেতন ভাতা বন্ধ রাখার দাবি করেছেন।

প্রতিষ্ঠানটির নবনিযুক্ত সভাপতি ও ঢাকা জেলা প্রশাসকের কাছে গত ৩০ নভেম্বর লিখিত আবেদনে অভিভাবক ফোরামের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আইডিয়াল স্কুল অভিভাবকদের পক্ষে আ স ম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি ক্যাম্পাসে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী এবং প্রায় ৮০০ জন শিক্ষক কর্মরত আছেন। কর্মরত কিছুসংখ্যক শিক্ষকের বিরুদ্ধে অবৈধ বিএড ও জাল সার্টিফিকেটের অভিযোগ ২০২৩ সালে ডিআইএ'র তদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় মেয়াদোত্তীর্ণ (২৮ জুলাই পর্যন্ত মেয়াদ অনুমোদিত ছিল) এডহক কমিটি অনৈতিকভাবে ভুয়া সার্টিফিকেটধারী শিক্ষকদেরকে উচ্চতর বেতন স্কেল দেয় এবং তা কার্যকর করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ ২০ নভেম্বর চিঠি জারি করেন, যা স্কুলের তহবিল তছরুপের শামিল।

চিঠিতে আরো বলা হয়, ওই এডহক কমিটি সরকারি নিয়মে না থাকলেও ক্ষমতার অপব্যবহার করে প্রায় দুই কোটি টাকা শিক্ষক কর্মচারীদেরকে উৎসাহ ভাতা দিলেও শিক্ষার মানের মারাত্মক অবনতিতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৫৪ পরীক্ষার্থী ফেল করেছে। এর আগে এত সংখ্যক পরীক্ষার্থী ফেল করেনি। এ অবস্থায় সার্টিফিকেট জালিয়াতির বিষয় যাচাই-বাছাই ও শিক্ষা মন্ত্রণালয়ের নিষ্পত্তি ছাড়া উচ্চতর স্কেলে বেতন বন্ধ রাখার অনুরোধ জানান অভিভাবকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...