আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

স্টাফ রিপোর্টার

জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কুষ্টিয়া জেলার ৩১জন গণমাধ্যম পেশাজীবী অংশগ্রহণ করেন। এসময় তাদের মধ্য থেকে ১৬জন ডেজিগনেটেড স্পিকার আলোচনায় অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সাইদুর রহমান মৃধা, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, বিএনএনআরসির ট্রাস্টি বোর্ড মেম্বার মো. জিয়াউল আহসান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুস সবুর বিশ্বাস, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। একটি বিপদ হয়ে গেলে বা কিছু ঘটে গেলে তারপর আমরা প্রতিকার চাই। কিন্তু যে যার জায়গা থেকে আরেকটু সচেতন হলেই ও কিছু উদ্যোগ নিলেই টিএফজিবিভির কারণসমেত উৎখাত করা সম্ভব। তারা বলেন, ভূলতথ্য, অপতথ্য কঠিন হাতে দমন এবং মিডিয়ার সক্রিয় ও সঠিক তথ্য প্রবাহের নিশ্চয়তাই পারে সত্যের জয় নিশ্চিত করতে। সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তার জন্য সাংবাদিকগণ তাঁদের লেখনির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ মাধ্যমে সকলকে যথাযথ সরকারী সহায়তা নিশ্চিতকরণের বিষয়টিও তুলে ধরেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন