২৫ জুন ‘লাল মার্চ’ এর ডাক ইনকিলাব মঞ্চের

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১৪: ৪৬

‘জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জাতীয় নির্বাচনের আগে তা বাস্তবায়ন, ২০২৪ সালের গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ২৫ জুন শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘লাল মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১২টাযর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

সংবাদ সম্মেলনে হাদি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মৌলিক সংস্কার এবং ২০২৪ সালের গণহত্যার বিচার ছাড়া নির্বাচন হলে ড. মুহাম্মদ ইউনূসকে ‘গাদ্দার’ হিসেবে ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, ড. ইউনূস, আপনার জীবনের অর্জন অমূল্য। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে ‘জুলাইয়ের গাদ্দার’ উপাধি নিজে কবরে যাবেন না।

বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে হাদি বলেন, যে শহীদ জিয়া বাকশাল ভেঙে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, সেই দলের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন আছে। যদি বিএনপি বৃহৎ আন্দোলন ও মৌলিক সংস্কারের পক্ষে না দাঁড়ায়, তবে মনে রাখতে হবে- অভ্যুত্থান শুরু হয়েছে, শেষ হয়নি।

সংগঠনটি সংবাদ সম্মেলনে 'জুলাই সনদ'-এর ১৩ দফা প্রস্তাবনা উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে- ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা প্রদান, ফ্যাসিবাদী আমলের তিনটি নির্বাচন (২০১৪, ২০১৮, ২০২৪) বাতিল, সংশ্লিষ্টদের বিচার ও অবৈধ সম্পদের জব্দকরণ, এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করা।

তাদের প্রস্তাবে আরও উল্লেখ করা হয়- রাষ্ট্রযন্ত্রের সংঘটিত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার, স্বৈরতান্ত্রিক পুনরাবৃত্তি রোধে মৌলিক কাঠামোগত সংস্কার, ‘৩৬ জুলাই’কে জাতীয় মুক্তি দিবস ঘোষণা, এবং একটি বৈষম্যবিরোধী কল্যাণরাষ্ট্র বিনির্মাণের রূপরেখা প্রণয়ন করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত