পাঁচ দাবিতে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৫৫
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৮

পাঁচ দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। রোববার সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য ৮ জনকে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা বলেন, কষ্টের টাকায় মালয়েশিয়া যাওয়ার সব কাজ শেষ করলেও সরকারের অবহেলায় যেতে পারেননি। তারা অল্প সময়ের মধ্যে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থাসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মো. কাওসার ব‌লেন, আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখ‌নো যে‌তে পা‌রি‌নি। ৫ থেকে ৬ লাখ টাকা খরচ হয়েছে, যার ম‌ধ্যে বে‌শির ভাগ ঋণ।

পান্থকুঞ্জ পার্কে বিক্ষোভকারীরা প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করছেন
পান্থকুঞ্জ পার্কে বিক্ষোভকারীরা প্রতিনিধি দলের জন্য অপেক্ষা করছেন

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

দাবিগুলো হলো— যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে; নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না; অতিদ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে; প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে; লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত