হাইকোর্টে আরেকটি রিট

১৮তম শিক্ষক নিবন্ধনপ্রত্যাশীদের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০১: ০৬

আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর শাহবাগ ও ইস্কাটন গার্ডেন এলাকায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে দাবির পক্ষে সোমবার হাইকোর্টে আরেকটি রিট পিটিশন করেছেন সংশ্লিষ্টরা।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক ইব্রাহীম এসব তথ্য জানান। হাইকোর্টের প্রথম রিটের রায় বাস্তবায়নসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত ৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দেয় হাইকোর্ট।

বিজ্ঞাপন

আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেয় আদালত। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আপিল করতে পারে বলে জানা গেছে।

এদিকে হাইকোর্টের ওই আদেশের বিপক্ষে মাঠে নেমেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। সোমবার এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা অনুত্তীর্ণদের পক্ষে হাইকোর্টের আদেশের তীব্র সমালোচনা করেন এবং ফেল না মেধা, মেধা মেধা স্লোগান দেন।

সূত্র মতে, গত ৪ জুলাই প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে ২০ হাজারের বেশি শিক্ষার্থী ফেল করেন। তাদের মৌখিক পরীক্ষায় অন্যায়ভাবে ফেল করানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত